“রমানাথপুর গণহত্যা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের রমানাথপুর গণহত্যা নিয়ে গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালার বর্তমান গ্রন্থটি প্রণীত একাত্তরের ১৬ মে কারা, কীভাবে সেই ঘৃণ্যতম গণহত্যা-নির্যাতন সংঘটিত করেছিল নির্যাতিত, ভুক্তভােগী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য থেকে তা জানা যাবে; জানা যাবে শহীদদের নাম-পরিচয়, নির্যাতিতদের পরিচয়, বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিরক্ষার প্রয়াস এবং বর্তমান অবস্থা। এ যেন মুক্তিযুদ্ধের মহাকাব্যের কয়েকটি রক্তভেজা পাতা, শহীদের আত্মদানের অশ্রুমাখা গাঁথাসর্বোপরি মুক্তিসংগ্রামের মর্মন্তুদ কাহিনী । গ্রন্থটি রচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক মুনিরা জাহান সুমি। তার গ্রন্থসংখ্যা তিন।