কাহিনী সংক্ষেপঃ
“অর্পিতার চোখের সামনে ঘটে যায় এক নৃশংস হত্যাকান্ড! আকস্মিক অন্যায়টিকে ভুলে অর্পিতা ফিরে আসতে চায় নিজের বর্তমান জীবনে। কিন্তু অশরীরী এক অস্তিত্ব অর্পিতার পিছু নেয় সেই ঘটনাটির পর থেকে। ওদিকে অর্পিতার অতীতের কিছু স্মৃতি ঘুরেফিরে তার সামনে উপস্থিত হতে থাকে এক নতুন আবেশে। পারবে কি অর্পিতা সেই অস্তিত্বের সত্যটা বের করতে? পারবে কি অর্পিতা তার লুকোনো স্মৃতিগুলোর মুখোমুখি হতে? কি সম্পর্ক তাদের মধ্যে? পারবে কি সে তা খুঁজে বের করতে? নাকি একের পর এক ভুল সিদ্ধান্তের আশ্রয় নিয়ে অর্পিতা জাগিয়ে তুলবে অতৃপ্ত এক ঘুমন্ত পিশাচকে!” —