বোধের জাগরণে, সত্য-সুন্দরের অবগাহনে; শুদ্ধতম জীবনাচারণে, মননে-চিন্তনে, আত্ম-বিমুক্তিতে, সুখ-শান্তি-মঙ্গল আর কল্যাণে মানবজীবনে ধর্মের প্রভাব অনন্য ও অপরিসীম। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নৈয়ায়িক ও পরিশীলিত জীবনগঠনে, কর্মে-সৃজনে ধর্মের শাশ্বত নীতিসমূহ দিশারি হয়ে পথ দেখায়, অসূয়া অচলায়তনের তিমিরবৃত্ত ভেঙে জ্ঞানালোর অনিন্দ্য পরশে জনসমাজকে জাগায়। অনন্য চৈতন্যে ঋদ্ধ ধর্মের অমিয় নীতিসমূহ প্রাত্যহিক জীবনাচারণে, সমাজ ও রাষ্ট্রীয় কর্মযজ্ঞে প্রয়োগ করতে পারলেই সর্বত মঙ্গল ও কল্যাণ সাধিত হবে। আর সর্বাঙ্গীণ কল্যাণময় সুখী-সমৃদ্ধ জীবনোপযোগী ধর্মের মৌলিক নীতিসমূহের অনিন্দ্য প্রতিফলনই হলো ‘বৌদ্ধ অনুচিন্তা’।