“বিনি সুতোর রাজনীতি”বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
মনে রাখা দরকার, যে জাতি যত বেশি প্রতিক্রিয়াশীল, সে জাতির বিকাশের পথে অন্তরায় ঠিক তত বেশি। কিন্তু বাস্তবিক পক্ষে স্বাধীনতার পর হতে বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারব্যবস্থাই প্রত্যক্ষ কিংবা পরােক্ষভাবে এই প্রতিক্রিয়াশীল আচরণ নিজেদের মধ্যে জিইয়ে রেখেছে নানাভাবে। যার ফলও বাঙালিরা ভােগ করেছে জন্ম থেকে জন্মান্তরে। রাজনীতি, কিংবা সমাজ নীতি, এই দুইয়ের গণ্ডি পেরিয়ে সংস্কৃতির পরিমণ্ডলেও প্রতিক্রিয়াশীল মনােভাবের প্রাদুর্ভাবে আমাদের বিকাশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে জবরদস্তিভাবে। সহনশীলতা, সহমর্মিতার পথ কণ্টকাকীর্ণ হয়ে ধরা দিয়েছে এসবের ফলে। প্রায় প্রতিটি ইস্যুতেই আমরা ঐকমত্যে আসতে পারিনি। এই না পারা শুধু জাতীয় পর্যায়েই নয়; খবর নিয়ে দেখুন, স্থানীয় পর্যায়ে পর্যন্ত এই দ্বিধা-বিভক্তি শিকড় গেড়েছে। রাজনৈতিকসমাজতান্ত্রিক-সাংস্কৃতিকসহ নানাক্ষেত্রে, নানা ইস্যুতে আমাদের নিজেদের মধ্যে বিতর্ক-বিভক্তি, বিভক্তি থেকে বিভ্রান্তি, তার উপর তথ্য বিকৃতি, এই না বােধক অলংকরণেই সীমাবদ্ধ হয়ে আছে আমাদের বিকাশ। দেশের ইতিহাসে ক্ষমতার সুষ্ঠু ব্যবহারের অভাব একটি অন্যতম অভাব। যুগ-যুগ ধরে এই অভাব। আমরা পুষে রেখেছি; লালন করে নিজেদের মধ্যে এই অভাবকে আরাে বড় করে তুলছি নিজেদেরই অজান্তে।