গোলাম কুদ্দুস মেম্বার একজন শান্তশিষ্ট মানুষ। পারতপক্ষে কারও ক্ষতি করেননি। ইরিনা আর বাবু তার দুই সন্তান। তিনি চেষ্টা করছেন তাদের দুজনকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে। ইরিনা তার ছোট আয়ের বড় স্বপ্ন। প্রাইভেট ভার্সিটিতে পড়–য়া মেধাবী ছাত্রী। বাবু সহসা চঞ্চল আর দুরন্ত স্বভাবের ছেলে। বাবার একক সিদ্ধান্ত মেনে নিতে অপারগ। যার কারণে একদিন সে পালিয়ে যায়। বাবার সাথে ইরিনারও ঘটে মতবিরোধ। বন্ধ করে দেয় যোগাযোগ। চেষ্টা করে একা পথ চলতে। একা পথ চলতে গিয়ে আসে উত্থান-পতন। ঘটে বিপর্যয়। ‘জ্যোৎস্না সংক্রান্তি’ গল্পটি তাদেরকে নিয়ে লেখা।