স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ ও বেতার নাটকে নিরীক্ষাধর্মী ধারা এগিয়ে নিতে যে ক’জন প্রতিশ্রুতিশীল নাট্যকর্মী প্রশংসনীয় অবদান রেখেছেন কাজী জাকির হাসান তাদের অন্যতম। বিশেষ করে বেতার নাটক রচনা ও প্রযােজনার ক্ষেত্রে তার অব্যাহত নিরীক্ষাধর্মী প্রয়াস ঈর্ষনীয়। তুখােড় এই নাট্যকার বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি প্রথম লিখেছেন বেতার নাটক বিষয়ে গবেষণা গ্রন্থ। ব্যতিক্রম তিনি কথাশিল্পী হিসেবেও। তার লেখায় রয়েছে নিজস্ব একটা স্টাইল। কাজী জাকির হাসানের মুক্তিযুদ্ধের গল্পগুলােতে যেমন টুকরাে টুকরাে কথা, হেঁড়া ছেড়া ছবি, সামান্য ঘটনার মধ্য দিয়ে অসামান্যের ইঙ্গিত-তেমনি তার নাটকগুলােতেও খুঁজে পাওয়া যায় জীবনের গভীরত্ব, প্রান্তজনের প্রতি গভীর মমত্ববােধ। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও নিবিড় পর্যবেক্ষণ ছাড়া চরিত্রের এমন বাস্তবরূপ ফুটিয়ে তােলা কখনই সম্ভব নয়।