প্রত্যেকের জীবনেই তো অনেক গল্প থাকে। প্রত্যেকটা হাসিমুখের পেছনেই তো থাকে অনেক ফেলে-আসা দুঃখ ভুলে আবার নতুন সময়ে বাঁচার ইচ্ছে। প্রত্যেকটা রাগ-ক্ষোভ-অভিমান এর আড়ালে থাকে অনেক গোপন কথা, অনেক না-জানা গোপন ব্যথা। আর এই সবকিছুই মিলে মিশে গিয়ে তৈরি করে আমাদের জীবন, আমাদের আন্তঃসম্পর্ক। অনেক জটিল সুতো আমাদের বেঁধে রাখে, জড়িয়ে রাখে একে অপরের সাথে। সুতোগুলো কখনো ফাঁস হয়ে চেপে বসে, কখনো বা ছিঁড়ে যায় যত্ন না নেওয়ার ফলে। আবার কখনো তারাই বেঁধে রাখে প্রিয়জনেদের সাথে আমাদের শক্ত করে, না ছেড়ে যাওয়ার শপথে। আর সেই সব সুতোর গিঁট গুলো মাঝে মাঝেই আবার খুলে গিয়ে বেরিয়ে আসে অনেক প্রায়-ভুলে যাওয়া বা ভুলতে চাওয়া স্মৃতি – আমাদের হাসায় কাঁদায়, আর বেঁচে থাকতে বলে… মানুষের সব কথা শোনা হয়নি। অনেকের ইতিহাস কাব্যের রূপ পেলো না। অমূল্য অশ্রু কিছু অনাদরে গিয়েছে হারিয়ে। এমন সব বিবাগি জীবনের ছবি এঁকে চলেছে এই বইতে। এর মধ্যে আত্মজৈবনিক উপাদান খুবই অল্প, তার পরিবর্তে জীবনের পথের পাশে জুটে যাওয়া মানুষ, অভিজ্ঞতা, দৃশ্যাবলী আর ভাবনাই এসব লেখার উপাদান বলা যেতে পারে।