“রোড ম্যাপ টু ফার্মাসিউটিক্যাল সেলস্ সাকসেস” বইয়ের ফ্লাপের অংশ থেকে:
প্রতিনিয়ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির সংখ্যা যেমন বাড়ছে তেমনি ডাক্তারদের কাছে সহজে পৌঁছা, প্রেসক্রিপশন নেওয়া অনেক কঠিন হয়ে পড়ছে। একজন নামী-দামি ব্যস্ত ডাক্তারকে প্রতিদিন কম বেশি ২০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট করে থাকেন কিন্তু সবাই ডাক্তারের কাছ থেকে তার পণ্যের প্রেসক্রিপশন করিয়ে নিতে পারেন না।
এই বইটি পাঠ করলে আপনি কঠিন প্রতিযােগিতার মধ্যেও ডাক্তারদের কাছ থেকে সহজে আপনার পণ্যের প্রেসক্রিপশন করিয়ে নেওয়ার যােগ্যতা অর্জন করতে পারবেন এবং দ্রুত প্রমােশন পাবেন। এই বইটির লেখক তার ব্যক্তিগত দশ হাজারেরও বেশি বার ডাক্তার ভিজিটের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বইটি লিখেছেন, ফলে যারা ফার্মাসিউটিক্যাল সেলসের সাথে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে জড়িত তারা এই বইটিকে সাহায্যকারী বন্ধু হিসাবে পাবেন।