মুক্তচিন্তা মনের জানালা খুলে দেয়। জোগায় নতুন প্রেরণা। আশাবাদ, ইতিবাচকতা আর কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকার জোর উদ্দীপনা খুঁজে পায় মানুষ। খুঁজে পায় জীবনের লক্ষ্যসর্বতােভাবে যা তাকে উদ্বুদ্ধ করে আত্ম-জাগরণের পথে এগিয়ে যেতে। এমন শত মুক্তচিন্তারই একটি সুখপাঠ্য সংকলন বিকশিত হােক শত ভাবনা।
দেশের বিভিন্ন অঙ্গনের সর্বজনশ্রদ্ধেয়, সমাজ-সচেতন, কর্মপ্রাণ ও সার্থক মানুষদের চিন্তা জ্ঞান প্রজ্ঞার এক অনুপম সম্মিলন ঘটেছে এ সংকলনে। পাঠকের উপলব্ধি-জগতকে আলােড়িত ও সংহত করার পাশাপাশি যা তার চিন্তারাজ্যে সৃষ্টি করবে নতুন কল্যাণতরঙ্গ; দেবে আত্মবিকাশের পথে অক্লান্ত হেঁটে চলার সাহস ও শক্তি।