“কবিতার ছলে জীবন” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
পুরােনাে সব স্মৃতিগুলােয় জমছে ধুলাে
দিচ্ছে তাড়া হারিয়ে যাবার,
কি ভীষণ আজব খেলায় মেতেছে মন
করছে দাবি দুঃখ পাবার ।
মনেতে মান জমেছে আঁধার কালাে
দূর আকাশের মেঘের মতন,
আমি তাই থাকছি ভালাে ভুলেই তাকে
যাতনার স্মৃতিগুলাের করছি যতন।