অর্ধেক সুখ অর্ধেক ব্যথা বুকে,
বেদন কমাই সুখ জমাই দেহে।
শহরের বিলবোর্ড জুড়ে শুধু তোমার নাম,
স্যাটেলাইটজুড়ে তোমার নিখোঁজ শিরোনাম।
বুকে জমেছে এক অদ্ভুত মায়া,
দেহ জুড়ে থাকুক অযুত ছায়া।
দেখেছি তার কাজল কালো চোখ,
এক দেখাতে কাঁপছে আমার বুক ।
আজও শহরে তুমি নেই তা জানে না কেউ,
তুমি ছাড়া এই গহীন হৃদয়ে বিষাদের ঢেউ ।
ফিরে এসো পাখির ডানায় মুক্ত মনের নদীর বুকে,
জলস্নানে মধুর প্রেমে তৃপ্তি দেবো এক চুমুকে ।