পঞ্চাশ বছর পর পাওয়া গেল উনসত্তরের কিশোর শহীদ মতিউর রহমান মল্লিকের একটি নোটখাতা। সেই খাতায় মতিউরের লেখা ছয়টি রচনায় দীপ্তি যেকোনো পাঠককে প্রাণিত করবে। মতিউরের রচনাগুলোর বিবরণদানের পাশাপাশি লেখন এ বইয়ে তুলে ধরেছেন আইয়ুববিরোধী সেই আন্দোলনের ইতিহাস, যে আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিনত হয় আসাদ-মতিউরের অকুতোভয় আত্মদানের ভেতর দিয়ে।