কবিতা কি? কিংবা কবিতা কেমন? এ প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ হয়ত নয় কিন্তু কবিতা বলতে আমরা বুঝি- সুন্দর শব্দের সুন্দর বিন্যাস। কবিতায় জীবনের কথা থাকে, কবিতায় প্রকৃতির কথা থাকে। রূপ, রস, গন্ধে কবি সাজিয়ে তুলেন কবিতাকে। পরিনা’র কাব্যগ্রন্থ- ‘তুমি আসবে বলে’ পুরো পাণ্ডুলিপিটি পড়ে আমার কাছে মনে হয়েছে একটি গল্পের বই। কারণ জীবনের চলমান বিভিন্ন ঘটনাকে কবিতায় রূপান্তর করেছেন কবি। পরিনা’র শব্দ ব্যবহার সহজবোধ্য ও প্রাঞ্জল। সাধারণ পাঠকগণ কবিতাগুলো পড়ে নিজেকে খুঁজে পাবেন কবিতার চরণে চরণে।