“বিয়াডা ভাঙ্গনের পর পরই, গ্রামে আর মাইয়াডারে রাখতে পারি নাই। আকলিমারে ঢাকায় ওর বড় বোনের বাসায় পাডাইয়া দেই। আবার পড়াশোনা শুরু করে। এ বছর বদরুন্নেসা কলেজ থাইক্কা ইন্টার পাশ করছে জিপিএ ফাইভ নিয়া। গত কাইলই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দিছে। আফনেরার দোয়ায় মেয়ে আমার কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পাইছে।” এই ধরনের এগারোটি অনুপ্রেরণামূলক ছোট গল্প নিয়ে ইমাম হোসেনের গল্প সংকলন “দ্বিতীয় জীবন”। প্রতিটা গল্পের কাহিনীই পাঠকের কাছে পরিচিত বলে মনে হবে, যদিও একটু ভিন্ন আঙ্গিকে সাজানো। গল্পকারের সুনির্দিষ্ট বার্তা, ফুটিয়ে তুলেছেন সাহসী ও প্রতিবাদী চরিত্রগুলোকে। লেখকের সৃজনশীল ভাবনা আর জীবন ঘনিষ্ঠ চরিত্র- দুইয়ে মিলে “দ্বিতীয় জীবনকে” পরিনত করেছে এক হৃদয়গ্রাহী গল্প সমগ্রে।