প্রবাদ আছে, ‘নিমে হেকিম খৎরায়ে জান, আওর নিমে মোল্লা খৎরায়ে ঈমান’। অর্থাৎ হাতুড়ে চিকিৎসক প্রাণের জন্য বিপজ্জনক আর স্বল্পজ্ঞানী বা কাটমোল্লা ঈমানের জন্য বিপজ্জনক। হাতুড়ে চিকিৎসকের হাতে যেমন প্রাণনাশের হুমকি আছে, তেমনি অল্পজ্ঞানী মোল্লার মাধ্যমে আছে ঈমাননাশের ভয়।
সমস্যা হচ্ছে, বর্তমানে আমাদের দেশে এহেন বিপজ্জনক লোকদের আধিক্য ও দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। পথেঘাটে ও অলিগলিতে হাতুড়ে চিকিৎসকদের ছড়াছড়ি পরিলক্ষিত হয়। এদের অপচিকিৎসায় রোগীদের মৃত্যুর খবর সংবাদপত্রে চোখে পড়ে।
তেমনি ইসলাম সম্পর্কে স্বল্পজ্ঞানী কতিপয় ব্যক্তির নৈরাজ্যকর নানা কীর্তিকলাপও অশান্তি সৃষ্টি করছে। যেমন ফতোয়া প্রদানের অধিকার একমাত্র ফিকাহশাস্ত্রবিদদের-যাদের ‘মুফতি’ বলা হয়। কিন্তু ইদানীং গাঁওগেরামের মাতবর শ্রেণির ব্যক্তিরা ছাড়াও সাধারণ মোল্লা বা মাদরাসায় সামান্য পড়ুয়ারাও জটিল বিষয়ে ফতোয়া দিয়ে বসে।