আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি টাখনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে নামাজ পড়ছিলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, অজু করে আস, তিনি গিয়ে অজু করে এলেন। (এবং নামাজ শুরু করলেন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তাকে পুনরায় বললেন, যাও, অজু করে আস। জনৈক সাহাবি আরজ করলেন, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম! কী ব্যাপার তাকে অজুর আদেশ করলেন। (অজু ভঙ্গের কোন কারণ তো দেখছি না) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক এমন বান্দার নামাজ কবুল করেন না, যে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে। মাজমাউজ জাওয়ায়েদ-৫/১২৫, সুনানে আবু দাউদ-২/৫৬৫