আমার কর্মস্থল ব্রুনাই দারুসসালাম যখন সার্থকভাবে কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে চলেছে, যেখানে কোনো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়নি, বাংলাদেশে তখন মাস্ক কেলেঙ্কারি, টেস্ট কেলেঙ্কারি। স্বাস্থ্যকর্মী মারা যাচ্ছে একের পর এক। তখন উপলব্ধি করলাম আমার কর্মস্থলের সার্থকতার কাহিনি দেশের মানুষকে জানানো প্রয়োজন। আমার অভিজ্ঞতা, উপলব্ধি, পর্যবেক্ষণ যেন দেশের মানুষের উপকারে আসে। নীতিনির্ধারকদের কাজে লাগে। সেই ভাবনা থেকে পঁচিশ বছর পর আবার কলম ধরলাম। শুরু করলাম কোভিড নিয়ে লেখালেখি।’