না বুঝেই এক চিতাবাঘ আর এক ছাগল মিলেমিশে একটা বাড়ি তৈরি করে ফেলল। বাড়ি বানানো শেষ হলে দুজনের কেউই সে বাড়ির দাবি ছাড়তে চাইল না। অবশেষে তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিল। তবে একসাথে থাকলে কী হবে! দুজনেই চেষ্টা করছিল কিভাবে অপরজনকে কৌশলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া যায়।