মোহনা হলো স্বাদু পানি আর নোনা পানির মাঝে বোঝাপড়ার জায়গা, সমঝোতার জায়গা। জীবনচলার পথে এই বোঝাপড়া করতে গিয়ে যা দেখেছি, যা শিখেছি সেগুলোর মধ্যে থেকে অল্পকিছু লেখা নিয়ে এই আয়োজন। রয়েছে আত্মকথা, ছোটগল্প, প্রবন্ধ, অনুবাদ, পাঠ-পর্যালোচনা, কবিতা, করোনা নিয়ে আলাপ ও ইতিহাসের কিছু আলোচনা।