উপন্যাসটি বৃদ্ধাশ্রমে বাস করছেন এরকম একজন মহিলার ফেলে আসা জীবনের দিনলিপি। কি কারণে কেন সে তার সব থাকা সত্বেও সবাইকে ছেড়ে নাম পাল্টিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। কাহিনীর বাঁকে বাঁকে রয়েছে ফারজানার জীবনের বৈচিত্রের কথা। যে কোন পাঠক বইটি পড়লেই মনে হবে যেন এরকম কাহিনী প্রতিটা ঘরেই রয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় একদিন সবার অজান্তে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এরকম বেরিয়ে অনেকেই যেতে চায়, কিন্তু সবার সে সাহস থাকে না। ফারজানা যখন বেরিয়ে গেল পিছনে তাকিয়ে দেখলাে এতদিন সে যা করেছে সব শূন্য। তার পুরাে জীবনটাই শূন্যতায় ভরা।