“গোলাপের পথ বিঁধল—অজস্র কাঁটা / ছুটছে নৌকা—নেই পাল, নেই বইঠা! / রক্তবর্ণ চোখটি খুঁজে—এক ঠিকানা / নেই ঘর, নেই স্বস্তি, সব তো অচেনা/” সুখ-দুঃখ, আশা-সংশয়, চাওয়া-পাওয়া, দেনা-পাওনার এক ঘূর্ণাবর্তে যাপিত এই সংসার। মৃত্যু কড়া নাড়ে দুয়ারে। বিলাসের ডাকে ভাঙে রাত। জীবনের তীর্থস্থান সুখ নাকি মৃত্যু! এই সংশয়ে ছুটে মুসাফির। কেউ পায় কাঙ্ক্ষিত ঠিকানা, কেউ ভাঙাকূলে দেয় হায়াতের খাজনা। বিজয়ীর কল্লোলে- ব্যর্থজনের ভৌতিকগ্রস্ত আমরা কতটুকু উপলব্ধি করতে পারি!