আশি দোররা চুম্বন

৳ 160.00

লেখক মাহফুজা অনন্যা
প্রকাশক প্রতিভা প্রকাশ
আইএসবিএন
(ISBN)
9789849538929
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৪
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

আধুনিক বাংলা কবিতায় এক প্রতিশ্রুতিশীল কবি মাহফুজা অনন্যা। জন্ম ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার সুগ্রীবপুর গ্রামের সম্ভ্রান্ত মৃধা পরিবারে। কবিতা তাঁর প্রাত্যহিক জীবনের অনুধ্যান। একেবারেই স্বতন্ত্র কাব্যভাষার নির্মাতা তিনি। কবিতার নির্মিতিতে রয়েছে এক ধরনের প্রাঞ্জলতা। কবিতায় শব্দের গভীর ব্যবহার, ব্যাকরণ, প্রকরণ পাঠককে গভীর মনোনিবেশে প্রস্তুত করে তোলে। তাঁর কবিতার অসাধারণ জীবনবোধ সমগ্রজনের প্রিয়তর আরাধ্য। কুশলী শব্দভাষায় প্রযত্ন প্রয়াসে আঁকেন স্বদেশের মুখ। ব্যক্তি ও স্বদেশপ্রেম তাঁর কাব্যে একাকার। তাঁর কাব্যভাবনায় জীবননির্মাণের অনিবার্য উপকরণ প্রেম। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সোনালী অসুখ’ (২০১৯)। স্বতন্ত্র স্বরের কারণেই তা নজর কাড়ে কাব্যামোদীদের। সচকিত দ্বিতীয় প্রকাশ ‘কামার্ত নগরের কামিজ’ ব্যাপক সাড়া ফেলে বোদ্ধা পাঠকসমাজে। তৃতীয় কাব্যগ্রন্থ ‘এবং নাভির কান্না’ (২০২০) ব্যক্তিক তথা সমগ্র মানবজীবনের অন্তর্গত আনন্দ-বেদনার এক গভীর সংবেদন। বলতে দ্বিধা নেই, মাহফুজা অনন্যার কবিতা মানেই কাব্যপাঠে অভিনব অভিজ্ঞতার উপভোগ্য উপকরণ।

মাহফুজা অনন্যা: ছােটবেলা থেকেই তার স্বপ্ন সত্যিকারের মানুষ হওয়া। আর মানুষ হওয়ার পথের অন্তরায়গুলােকে পুঁজি করে নিভৃতে লিখে চলেন কবিতা। তার কবিতায় ন্যাকামাে নেই আছে বাস্তবতার ছোঁয়া। এছাড়াও প্রকৃতি, প্রেম, বিরহ, দেশ, কাল, সমসাময়িক বিষয় নিয়ে তিনি কবিতা লিখেন। সমসাময়িক বিষয়গুলাে নিয়ে তিনি ভাবতে বেশি পছন্দ করেন, তার কবিতা পড়লে তা স্পষ্ট বােঝা যায়। যখন অন্যান্য খ্যাতিমান কবিরা দেশের সংকটে নাকে তেল দিয়ে ঘুমান কিংবা পদকের লােভে ঘুমের ভাণ ধরে গরম কাথার নিচে ছন্দময় গতিতে পা দোলান তখন তরুণ কবি মাহফুজা অনন্যা নানারকম অসংগতিকে তুলে ধরছেন তার কবিতায়। কবিতা লেখার পাশাপাশি দেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে নির্দ্বিধায় কলম চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় তার কবিতা ও কলাম প্রকাশিত হয়। ব্যক্তিগত সুখ, স্বাচ্ছন্দ্যর চেয়ে সমাজ, দেশ, দেশের মানুষকে নিয়ে বেশি ভাবেন তিনি। একবিংশ শতাব্দীর পৃথিবীতে মানবতার এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর কবি মাহফুজা অনন্যার জন্ম। সময়ের সাহসী কবি কুষ্টিয়া জেলার মধুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মােঃ সাদ আহমেদ বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। মা তাহমিনা আহমেদ, কবিতাপ্রেমী এবং সুগৃহিণী। তিন ভাইবােনের মধ্যে তিনিই বড়। বােন লাভসিতুল লাকি ও ভাই মেহফুজ আনানের অনুপ্রেরণায় লেখালেখি করেন। পেশা শিক্ষকতা (ম্যাথ ইনস্ট্রাক্টর), ঢাকায় বসবাস। বাংলাদেশ ব্যাংক হাইস্কুলের সিনিয়র শিক্ষক। (গণিত) মােঃ ফারুক হােসেন তার জীবনসঙ্গী। বড় ছেলে মাধুর্য (১২) ও ছােট ছেলে সৌরাজ্য (৩)।। তার প্রকাশিত আরও দুটি কাব্য- ‘সােনালি অসুখ। এবং কামার্ত নগরের কামিজ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ