বাংলা সিনেমার কমেডিয়ান তুলসী চক্রবর্তী। আজীবন স্ট্রাগলার। কি করেননি জীবনে? সার্কাসে খেলা দেখানাে, প্রেসের কম্পােজিটর বা চায়ের দোকানের বয়, বাংলা নাটকের অভিনেতা। সবশেষে বাংলা সিনেমার কমেডিয়ান। এবং সত্যজিতের ছবির নায়ক। কিন্তু এতসব সত্ত্বেও তুলসী জীবিতকালে প্রাপ্য সম্মান পাননি। অভাব কখনােই সঙ্গ ছাড়েনি তাঁর। বাংলা সিনেমার সােনার সময় নির্মাণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর প্রতিভার যথার্থ মুল্যায়ন হয়নি এখনও। তাঁর প্রাক মৃত্যু ৫০-এ তাই এই প্রচেষ্টাতুলসী মূল্যায়নের। তুলসীচরিত নির্মাণের। তুলসীর ব্যক্তি জীবন এবং অভিনয় জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা। তুলসী মূল্যায়ন।