আমাদের সমাজে বিরাজমান কিছু ব্যথিত গল্প থাকে, কিছু গল্প বিজয়ের, কিছু বা ভাবনার আলিঙ্গনে মােড়ানাে রহস্যে ঘেরা। এসব গল্পের আলােড়নে সৃষ্ট হৃদয়ের অব্যক্ত কথাগুলাে কখনাে কখনাে কাউকে বলা হয়ে ওঠে না, কখনাে বা প্রকাশ করতেই সামাজিকতার সীমারেখার দেয়াল বাধা হয়ে দাঁড়ায়। সমাজের পারিপার্শ্বিক চিত্রায়ণ থেকে সঞ্চিত এসব বিষয়াদি বিশ্লেষণে রচিত গল্পগ্রন্থ পরাহত নৈঃশব্দ্যের উন্মীলন।