“লাভ শেডিং” (Love Shedding) এটা কোন আভিধানিক শব্দ না, সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। যেমন বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে লোড শেডিং নামক কোন শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না। লাভ শেডিং শব্দটা আমাদের কাছে নতুন এবং হয়তো এর আগে কোথাও প্রয়োগ হয় নি। লোড শেডিং শব্দটা প্রায়োগিক ও বৈজ্ঞানিক এবং লাভ শেডিং আপেক্ষিক ও আবেগিক। “লাভ শেডিং” এর বাংলা আভিধানিক অর্থ দাঁড়ায় “ভালোবাসা বিভ্রাট” এবং রুপক অর্থে বুঝায় ভালোবাসার অন্ধকার (The Darkness of Love). সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে- আবেগ, ভালোবাসা, প্রেম, প্রণয় এবং বিনয় এই সকল সুন্দরতম মানবীয় গুণাবলীগুলো স্বার্থের কারণে একজন মানুষের ভেতর বিদ্যুতের মত আসা যাওয়া করছে, একে অন্যকে ছেড়ে যাচ্ছে, গোপনে অথবা প্রকাশ্যে একাধিক সম্পর্ক বজায় রেখে চলছে, কি বিবাহিত, কি অবিবাহিত, তারা একজনে নয় তুষ্ট। এরা বহুজনে, বহুপ্রেমে এবং বহুগামিতার দোষে দুষ্ট। প্রেম-ভালোবাসার আবরণের মোড়কে প্রেমের ফাঁদে ফেলছে, প্রেম-ভালোবাসার আবেগ নিয়ে খেলছে আসলে ওটা প্রেম নয়। দিন শেষে তারই অজান্তে তার প্রকৃত রূপে সে নিজেকে আবির্ভুত করছে। এখানে ভালো লাগার বিষয়টি খুবই ক্ষণস্থায়ী এবং ভালোবাসা লাভ-ক্ষতির হিসাব করে, বিদ্যুতের মত আসা যাওয়া করে।