‘যেদিন আমারও মৃত্যু হবে!’ হ্যাঁ মনপ্রিয়া! “তোমার মৃত্যু আমাকে, ভুলাতে পারেনি তোমাকে!” এবং কোনোদিন ভুলাতে পারবেও না ইনশাআল্লাহ্। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ঠিক ততদিন নামায শেষে মোনাজাতে আল্লাহ্র পবিত্র দরবারে শুধু একটা চাওয়াই চেয়ে যাবো! আল্লাহ্ যেন আখিরাতে আমাকে তোমার পাশে রাখেন, তোমার কাছে রাখে! আমাদের দু’জনকে যেন এক সঙ্গে রাখেন! এই চাওয়া ছাড়া আমার আল্লাহ্র কাছে আমার আর দ্বিতীয় কোনো কিছু চাওয়ার নেই। কোনোদিন ছিলো না, আজো নেই আর আগামী কোনো দিনেও থাকবে না। হ্যাঁ রাজকন্যাটা! আমার ইহকালেও তুমি ছিলে এবং পরকালেও তুমিই থাকবে! শুধু তুমি….