মানুষের জীবনে পাশে আছি বলার মতো লোকের খুব অভাব, তাই আমি আমার গল্পের মাধ্যমে শুধু পসিটিভিটি বা ইতিবাচকতা ছড়াতে চাই মানুষের মধ্যে। কিছুক্ষনের জন্য পৃথিবী থেকে আলাদা হয়ে খুশি হতে চাই, খুশি করতে চাই। আমার গল্প প্রত্যেকের জীবনের গল্প, খুব সাদামাটা গল্প অথচ একটা আলাদা চমক আছে, ফেসবুকে চাইনা, টুইটারেও চাইনা, শুধু পড়ার পরের অনুভূতিটা, ঐটুকুই আমার প্রাপ্প।