কষ্ট নয়। ভালোবাসার মূল্য ভালোবেসেই দিতে হয়। প্রকৃত ভালোবাসা কখনো কষ্ট দেয় না। কাউকে কাঁদাতে জানে না। ভালোবাসার প্রস্তুতি এবং আগ্রহ কমবেশি সবার মনেই থাকে। তাইতো অবাদে হৃদয়ের বিনিয়োগ ঘটে। আবার সঠিক মূল্যের অভাবে কোমল হৃদয়গুলো শুধু কাঁদে। মনের অন্ধ আবেগে আর সবকিছু ঘটলেও ভালোবাসা ঠিকমতো জমে না। সেখানে সামগ্রিক সুখ সবার মনে ধারণ করার আনন্দ প্রকাশ না পেলেও ভালোবেসে অর্জিত কষ্ট সইবার মতো জায়গা সবার মনে থাকে না। হৃদয়ের বিনিয়োগ সেখানেই দারুণ হয় যে মনে ভালোবাসা ধারণ করার ক্ষমতা রাখে।