নিতান্তই শখের বশে বিভিন্ন সময়ের প্রতিচ্ছবি কবিতার ছত্রে লেখা হয়েছিল বাঁশ—কাগজের পাতা কিংবা ফেসবুকের ওয়ালে। শব্দগুলো যেন হারিয়ে না—যায় তাই সেগুলো মলাটবদ্ধ করার প্রয়াস পেয়েছি। শব্দগুলো কবিতা হয়ে উঠেছে কিনা জানি না। বোদ্ধা পাঠকের যদি একটি লাইনও ভালো লাগে সেটাই হবে আমার উত্তম প্রাপ্তি।