আসলে কি ইসলামের নবি মুহম্মদ (সা.)-এর নাম বাইবেলের বর্ণনায় ছিল? অন্যান্য ধর্মগ্রন্থগুলোই-বা তাঁর বিষয়ে কী বলে? একেবারে সরাসরি নবি মুহম্মদকে ইঙ্গিত করে এমন সব পঙ্ক্তি এ-বইয়ের ভেতর ধারণ করা হয়েছে। মুসলিম কেউ কেউ মনে করেন অন্যান্য ধর্মগ্রন্থ বিকৃত অবস্থায় আছে। কিন্তু সেই সঙ্গে এ-ও বিশ্বাস করেন, কিছু সত্য সেখানে এখনও টিকে আছে। যা বর্তমান বিশ্বের বহুতর ধর্মের ভেতরে এক ধরনের ছন্দময়তা বজায় রাখে। মানবজাতির একতাবদ্ধতায় ভূমিকা পালন করে। সর্বোপরি পূর্ববর্তী ধর্মগ্রন্থে নবি মুহম্মদ (সা.) সম্পর্কে ভবিষ্যদ্বাণী আছে, এমন বিষয় যেমন ইসলামের সত্যতাকে নিশ্চিত করে তেমনই নিশ্চিত করে ধর্মীয় গণ্ডিকে ছাপিয়ে সদা প্রবহমান মানবিক ঐক্যবোধকে।