উপন্যাসের প্রধান চরিত্র জোনাকি। পরিচিতজনরা বিশ্বাস করে সে অতিপ্রাকৃতিক ক্ষমতা সম্পন্ন। প্রচলিত সমাজে অতি রহস্যময় একজন মেয়ে। তার প্রতিটা কথা ও আচরণ রহস্যপূর্ণ। সামনে কী করতে যাচ্ছে তা বর্তমান থেকে ধারণা করা দুষ্কর। যার দৃষ্টিতে আছে হাজারাে জিজ্ঞেসা। লেখক জোনাকির গল্পটা এঁকেছেন শ্বাসরুদ্ধকর বর্ণনার মধ্য দিয়ে। প্রেম-প্রণয়, মায়া-মমতা কিংবা কোনাে মােহ তাকে আকর্ষণ করতে পারেনি। অন্যতম চরিত্র শুভ নানাভাবে তাকে আকর্ষণ করতে চেয়েছে, কিন্তু সফল হয়নি! তার প্রতি লােলুপ কালু মাস্টার আর জ্যাককে ঠান্ডা মাথায় খুন করে। এভাবেই গল্প থেকে গল্প তৈরি হয়েছে। জোনাকিকে ঘিরে কতােজনের ভালােবাসার জন্ম হয়েছে, ঘটেছে মৃত্যুও। সুইস ব্যাংক লুটে শুভ যে কারিশমা দেখিয়েছে তা আশ্চর্যজনক। অতপর সিআইএ, মােসাদের মতাে গােয়েন্দা বিভাগের চোখে ধুলাে দিয়ে একেরপর এক রহস্যের জন্ম দিয়েছে। শুভ ও তার দলবল মােসাদের অফিসার আইজ্যাক মিলকে নিয়ে যাত্রা করেছিলাে এক রহস্যময় দ্বীপের উদ্দেশ্যে। কিন্তু কেন?