ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেদিনীপুরের এক মফস্বল অঞ্চল। ঘটনায় জঙ্গিযোগ প্রমাণিত হতেই তদন্তে নামল ন্যাশনাল অ্যান্টি টেররিস্ট সেল (এন এ টি সি)। জেরায় ধৃত জঙ্গির বয়ানে মিলল আরো বড় নাশকতার অশনি সংকেত। ডাক পড়ল এন এ টি সি’র সবচেয়ে নির্ভরযোগ্য সিক্রেট এজেন্টের। ইন্টেলিজেন্স ইনপুট বলছে এই রাজ্যেই কোথাও গা ঢাকা দিয়ে আছে এক জঙ্গি। যেমন তার শারীরিক সক্ষমতা তেমনই ক্ষুরধার তার মস্তিষ্ক। অথচ তার কোনো স্পষ্ট ছবি নেই এন এ টি সি’র কাছে। কোথায় আছে সে? কোন পরিচয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে নাশকতার কোন নীল নকশা সে এঁকে চলেছে? এন এ টি সি’র সিক্রেট এজেন্ট কী আদৌ পাবে তার হদিশ নাকি মেঘনাদের মতোই আড়ালে থেকে চরম আঘাত হানবে সেই ধুরন্ধর জঙ্গি?
এই উপন্যাস আপনাকে যেমন সমাজ ও রাষ্ট্রের অন্ধকার দিকটা আঙুল দেখিয়ে চেনাবে ঠিক তেমনি, পরিচয় করাবে এক আন্ডারকভার এজেন্টের সঙ্গে। যে সাধারণ মানুষের ভিড়ে মিশে, ধাপে ধাপে এগিয়ে চলেছে গভীর ষড়যন্ত্রের শিকড়ের দিকে। কী হবে শেষ পর্যন্ত?