যতদূর আঁকি আয়না সমগ্রে ফুলে ওঠো পৃথিবী আমার সুঁইয়ের ভেতর সুতো তুমি সেলাইয়ে নক্ষত্র ভূষণ, যেন শাড়ির জমিন আলপথ তোমার সীমানা দহন ফেলে যাওয়া কূট-কাটুব্য আর বংশীধ্বনির ঐক্যতান যেন প্রান্তর কেঁদে ওঠে রোজকার ধূলি ক্ষেত-নদী নক্ষত্র এ আমার আধুলি দেখা হয় না কোনো আকাশে কথারা ফানুস ধোঁয়াবাজি, এই নিয়ে ফুটেছে পলাশ-শিমুল রোজ রোজ আয়নার পারদ কী চটেছে খানিক !