কাব্যপ্রেমীদের জন্য অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এবিএম সােহেল রশিদ এবার নিয়ে এলেন তাঁর নবম কাব্যগ্রন্থ ‘বুকপকেটে ঘুমায় গন্তব্যের ঠিকানা’। কবির সৃষ্টিশীল দক্ষতা দেখে আমি শুধু অভিভূত নই বরঞ্চ বর্তমান গ্রন্থের কাব্য রচনার কবি—প্রতিভা দেখে রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছি। প্রতিটি কবিতার মধ্যে কবি পাঠকের কাছে যে বার্তা শৈল্পিক উচ্চারণে পেঁৗছে দিয়েছেন তা পাঠক সহজেই হৃদয়ঙ্গম করতে পারবেন। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কবিতার শক্তিশালী চিত্রকল্প, উপস্থাপন রীতি ও সহজবোধ্য শব্দ প্রয়ােগের পরাঙ্গমতার কারণে । কবিতায় চিত্রকল্প, কৌশলী শব্দ প্রয়াগে, অন্ত্যমিল ও অনুপ্রাসের ঝঙ্কারই জানান দিচ্ছে যে— ‘বুকপকেটে ঘুমায় গন্তব্যের ঠিকানা’ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কাব্য—সাহিত্যে শক্তিমান এক কবির পদচারণা শুরু হয়েছে।