ভূমিকা
আটপৌরে জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আমার লেখার অনুঘটক। চারপাশে ঘটে যাওয়া খুব সাধারন ঘটনাগুলি যখন মনের গভীরে দাগ কাটে তখনই আমি মনে মনে কবিতার ছন্দ বুনি। প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় সময় মনে করে এই লেখাগুলি বিভিন্ন সময়ে লিখেছি। দেশ থেকে সহ¯্র মাইল দূরে বসে, ফেলে আসা জীবন, পরিবার-পরিজন, হারানো মানুষকে অনুভব করি প্রতি মুহূর্তে। তারই প্রতিফলন আমার এই ‘নৈঃশব্দ্যের গহীনে’।
– অন্তরা খান