‘ভালোবাসার দিগন্ত ছেড়ে যাওয়া মানুষকে
দেখতে চাওয়ার ইচ্ছের কথা লিখতে চাইনি,
বিদগ্ধ মনের নীরবতাকে বলতে চেয়েছি
বারান্দায় দাঁড়িয়ে অধীর অপেক্ষার দৃষ্টিতে
কাউকে খোঁজার অধিকার কাজল চোখের আছে।
পুরোনো সেই ডায়ারির পাতাগুলো
অযত্নে কি হলদে হয়েছে?’
জামশেদ নাজিম