ঘণ্টাধ্বনি যেমনভাবে মনকে সচকিত ও সজাগ করে তোলে তেমনিভাবেই কবিতাগুলোর রূপ ও অবয়ব পাঠকের মনোযোগকে কেন্দ্রীভূত করে নিয়ে চলে নিজের দিকে। কবিতাগুলোতে সমসাময়িক চিন্তার অন্তর্দ্বন্দ্বের মানসিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণে কবির গভীর অন্তদৃর্ষ্টির পরিচয় পাওয়া যায়। সহজ—সরল রূপকে আমাদের মাঝে বর্তমান কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে কবিতায়। প্রেমের সাবলীল প্রকাশ ও বিরহ—বিষাদে ভিজে আছে কবিতাগুলো।