”নিষিদ্ধ সময়ের কবিতা”
এখন চারিদিকে কেবলি সশস্ত্র হুংকার মিথ্যে বর্ণমালায় শেখানাে হচ্ছে নাগরিক নিয়ম! দাবী ভুলে জনতা যেখানে মেনে নিয়েছে নিপীড়ন সেখানে রহিত হয়ে যাক কাব্যের ভাষা। সত্য শব্দের দায় থেকে মুক্ত হােক কবি মহাকাল জানুক অত্যাচারের নিদর্শন, ইতিহাসের গায়ে খােদাই হােক নিষিদ্ধ সময়ের ছবি ।