ভারতের কবি সমর মধু। দেশকে-মানুষকে কখনো ভুলে যাননি। নিরন্তর ভালোবাসায় কষ্টময় অবিরাম মুগ্ধ হয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্যর ভাব শিষ্য সমর মধুর জন্ম বাংলাদেশের গোপালগঞ্জে হলেও ভারতেই গড়েছেন নিজস্ব আবাস। সেই সব ভালোবাসা সম্মিলিত হয়ে এসেছে ‘কষ্ট’ কাব্যগ্রন্থে। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র এই অনন্য প্রচ্ছদে আবৃত বইটিও পাঠকপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি…