যে-কোনো সময় আসতে পারে আদুভাইয়ের ফাঁসির রায়। টেলিভিশনের সামনে উৎসুক জনতার ভিড়। বেলা বারোটায় আদুভাইয়ের রায় পড়া শেষ হলে, আদালত আদুভাইয়ের ফাঁসির রায় শোনায়।
শিক্ষামন্ত্রী জরুরি সভা ডেকে জানতে চান, কে এই ‘আদুভাই ওল্ড ফার্স্ট ইয়ার’? যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে? পুরো দেশের ছাত্র সমাজ আদুভাইয়ের মুক্তির মিছিল করছে! কি চায় সে? সে কি চলমান শিক্ষানীতি নিয়ে বিদ্রোহ করতে চাইছে? হঠাৎ স্লোগান আসল –
এক আদুভাইর ফাঁসি হচ্ছে
লাখো আদুভাই খাড়া
শিক্ষানীতি বদল হবে?
আদুভাই ছাড়া!