এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ” জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জ্বালাময়ী ভাষনে উদ্বুদ্ধ হয়ে বীর পতি প্রকৌশলী নজরুল হাতে হাত ধরে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং যুদ্ধরত অবস্থায় শহীদ হন প্রকৌশলী নজরুল ইসলাম। এই স্মৃতি গাথা বীরত্বের ইতিহাস ও চেতনায় লেখিকা তার এ বইয়ে এক অনন্য সম্পাদন করেছেন।