ঢাকা শহর থেকে ১৫২ কিলোমিটার দূরে নদী পথ ছাড়া প্রায় যোগাযোগবিহীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর পাঁচটি বাঙালি সন্তানের মতো জন্মেছিলেন খোকা নামের শিশুটি। গ্রামীণ জনপদের সব শ্রেণির মানুষের সংস্পর্শে এসে মানবিক মূল্যবোধ এবং মানবচরিত্র অধ্যয়ন করেছিলেন সেই শিশু-কিশোর-তরুণ বঙ্গবন্ধু। সেখান থেকেই তিনি পর্যায়ক্রমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়ে উঠলেন। মুক্ত মানবসমাজ গড়ার স্বপ্ন আর বাস্তবায়ন-যোজনা দূর কল্পনাপ্রসূত বলে মনে হলেও, শুধু বাঙালি নয়, বিশ্ববাসীকেও দেখালেন, আপন অফুরান-দৃঢ়তা দিয়ে। আমরা তাঁর গর্বিত উত্তরাধিকার।