সকালবেলা ঘর থেকে বের হয়ে সবকিছু দেখি প্রচন্ড হলুদ। মনে হলো এতক্ষনে ঘরের ভেতর সব নীল ছিল। আমি অন্ধকার দেখতে শুরু করলাম…ধীরে ধীরে ধূসর। ধূসরের মাঝে নেই রূপালী ঝলক। রাতে ঘরে ফিরলাম। এ যেন এক অজানা জন্ডিসে আক্রান্ত হলুদ। আবার সব হলুদ। আমরা সবাই এরকমই চাই। ব্যতিক্রম যে তার জন্য কি অপেক্ষা করে আছে, কে জানে! হয়তো কল্পনার বাইরের কিছু। প্রতি পদক্ষেপে বিপদের আশঙ্কা। হয় উৎকর্ষতা অথবা অন্ধকারাচ্ছন্ন ভয়ংকর অনিশ্চয়তা। এরকম এক বিভীষিকা থেকেই কেউ স্বপ্ন বুনে যায়। আসলে এটাই ভ্রম।