আমি পজেটিভ গল্প লিখতে ভালোবাসি এবং আনন্দ পাই। যেহেতু প্রায় সব গল্পই পজেটিভ চিন্তাভাবনায় লেখা, এজন্য আমার আনন্দ আমার পাঠককে ও ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। তারপরও আমার চোখ গল্পটি লিখতে গিয়ে আমি নিজেও কেঁদেছি। বাবার বিয়ে ও আমাদের সৎমা লেখার সময় আমার মন এক অজানা আনন্দে মজে থেকেছে। আশা করি বইটি পাঠকের কাছে ভালো লাগবে।