…কেন বলছি একথা জানো? বলছি এই জন্য যে তোমরা ওর সুন্দর শৈশব কেড়ে নিয়েছ। ওর জন্য খেলার মাঠ নাই। বিনোদনের কোনো জায়গা নাই। ওকে কি তোমরা দেশের কথা, মহান মুক্তিযুদ্ধের কথা বলো? তোমাদের বাসায় বইয়ের একটা আলমারি আছে দেখলাম। কিন্তু বছরে একবারও কি লাইব্রেরির তালাটা খোলো তোমরা? পাঠ্যসূচির বাইরে মেয়েকে কি অন্য বই পড়তে উৎসাহিত করো? না করো না… ওকে তোমরা ফার্মের মুরগির মতো বড় করে তুলছ! ওকে কি তোমরা কখনো কোনো পার্কে বেড়াতে নিয়ে গেছ? জাদুঘর দেখিয়েছ? শহিদ মিনারে নিয়ে গেছ কোনোদিন? জাতীয় স্মৃতিসৌধ দেখিয়েছ তাকে?…