“কাদেরিয়া বাহিনীর তিনটি স্মরনীয় যুদ্ধ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের মাটিতে গড়ে ওঠা দুর্ধর্ষ কাদেরিয়া বাহিনী এবং তার কিংবদন্তি অধিনায়ক বাঘা সিদ্দিকী বা টাইগার সিদ্দিকীর নেতৃত্বে প্রথম, দ্বিতীয় যুদ্ধ এবং হানাদার বাহিনীর সবচেয়ে ক্ষতি হয়েছিল যে যুদ্ধে সেই সিরাজকান্দীর (সারিয়াকান্দী-মাটিকাটা) জাহাজমারা যুদ্ধের প্রকৃত তথ্য ভিত্তিক এই গ্রন্থ মুক্তিযুদ্ধের এক প্রামাণ্য দলিল। লেখক ষাট দশকের বিপ্লবী গণকবি বুলবুল খান মাহবুব ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং রণক্ষেত্রের এক বীর মুক্তিযােদ্ধা। তাঁর লেখা এই বইয়ে নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি রণাঙ্গনে সাথী আবু মােহাম্মদ এনায়েত করিমের লেখা এবং কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরােত্তমের লেখার চমকপ্রদ কিছু উদ্ধৃতি বইটিকে আরও সমৃদ্ধ করেছে। একাত্তরে অ্যালেন গিন্সবার্গের সেই অমর কবিতাসহ কিছু দুর্লভ তথ্য ও ছবি বইটিকে চিত্তাকর্ষক করে তুলেছে।