সকালে ঘুম থেকে ফোন পেয়েই ঘুম ভাঙলো। আমার বোন ডায়নার কাছ থেকে প্রথম শুনলাম, ডায়না গভীর কান্নাজড়িত কণ্ঠ নিয়ে জানালো আমার কেয়ামনি আর নেই। ও আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। নিথর হয়ে বসে রইলাম। কী করব কী করা উচিত। বুঝতে পারছিলাম না। বাস্তবে ওর জন্য আমরা কেউ কিছুই করতে পারলাম না। ও একা এসেছে সবার জন্য করে গিয়েছে। সবাইকে ফাঁকি দিয়ে একাই চলে গেল। ওর যাওয়া আমি আজও বিশ্বাস করতে পারি না। আমার প্রিয় বোনটিকে আর কোনোদিন দেখবো না। ও কখনো হাসি মুখে আমার কাছে এসে জড়িয়ে ধরবে না। কোভিড-১৯-এর নিষ্ঠুরতা মাফ করা যায়না। এ অদৃশ্য শত্রু আমার বোনকে নিয়ে গেল চিরতরে। এতোবড় শোক আমার জন্য আর কী হতে পারে?