ফটোগ্রাফির অন্যতম পুরােধা গােলাম কাসেম ড্যাডি। নামটি ক্রমে তুমুল প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নিজ ভূমিকাকে আড়াল করে তিনি আজীবন আলােকচিত্র সাধনা করে গেছেন। সেই ভাবুক কৈশাের থেকে হাত ধরে বাঙালির আলােকচিত্রের যৌবন টেনে নিয়ে এসেছেন। ক্যামেরার। অন্ধকারের ভেতর আলাে সাজিয়ে দ্বিমাত্রিক ফ্রেমে বন্দি। করেছেন হাজারাে মণিমানিক্য! আলােকচিত্রের সীমানা! পেরিয়ে আমাদের চোখের সামনে দৃশ্যমান করেছেন। অবিভক্ত বাংলার মুখ । আমাদের না দেখা বিস্মৃত সময়গুলাে তার ক্যামেরায় ধরা।। এনসাইন বক্স ক্যামেরায় আলােকচিত্র জীবন শুরু করেন ড্যাডি। কিন্তু এনসাইনের ক্ষমতা ছিল সীমিত। একট। ভালাে ছবির আশায় প্রতিদিন ছয় মাইল হেঁটে কলেজে গিয়ে, টিফিন না খেয়ে পয়সা জমিয়ে দশ টাকায়। কিনেছিলেন একটা কোডাক ব্রাউনি কিউ এ ক্যামেরা ।। এই ক্যামেরায় তুলেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের অসংখ্য ছবি। এরপর ব্যবহার করেছেন আরাে কত কী! ড্যাডি সারা জীবনে সব মিলিয়ে ছবি তুলেছেন আট থেকে দশ হাজার। ১৯১৫ সাল থেকে জমানাে তার কাচের নেগেটিভগুলাে পুরনাে কাগজপত্রের স্তুপের ভেতর যত্ন। করে রেখেছিলেন। তাঁর এসব আলােকচিত্রকর্ম এখন। ইতিহাসের মূল্যবান দলিল, গবেষণার উপাত্ত। এ। উপমহাদেশের ফটোগ্রাফির ক্রমবিকাশের ধারা বােঝার জন্য তার দুর্লভ, দুষ্প্রাপ্য আলােকচিত্রগুলাে এখন অধ্যয়নের বিষয়। ভ্যাডিসমগ্র : আলােকচিত্র ও বিবিধ গ্রন্থটি গােলাম কাসেম ভ্যাডিকে জানার দুয়ার খুলে দেবে।