তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর একমাত্র উপায় তাদের মধ্যে প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি। আর সে ভাবনা থেকেই যুবসমাজ ও মূল্যবোধ বইটি রচনা করেছেন দেশের বরেণ্য চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এ বইয়ের উদ্দেশ্য তরুণসমাজের সামনে শিক্ষা, গণতন্ত্র, সুশাসন, সামাজিক উন্নয়ন, আদর্শ জীবনব্যবস্থা ও মৌলিক অধিকার সম্পর্কে ধারণা দেয়া। মানুষের মধ্যে থাকা সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তার পরামর্শ। বিষয়-উপকরণ লেখকের পেশাগত জীবন অভিজ্ঞতা থেকে সংগৃহীত। এখানে লেখকের মতামত প্রতিফলিত হয়েছে। অপূর্ব গদ্য-ডঙে লেখা। এ বই পাঠ করলে আমরা একজন শুদ্ধচারী গুণী লেখকের স্পর্শ ও মর্মকাতরতা অনুভব করব। জানতে পারব আজীবন শিক্ষাব্রতী এক নির্মোহ শিক্ষকের অভিজ্ঞতা। যিনি চিকিৎসা সেবার মাধ্যমে সময়কে প্রভাবিত করেছেন। এই মুক্তিযোদ্ধা চিকিৎসকের জীবন মাতৃভূমি, মাতৃভাষা ও মানুষের উৎসর্গীকৃত।