রোদ। সাধারণ অনুষঙ্গ। চোখে পড়ে, উত্তাপে ঘাম ঝরে। রোদের লাবণ্যঝরা ঝিকিমিকি চোখে পড়ে না সবার। পড়ে সেই চোখে যে চোখ দার্শনিকের। দূর আকাশে ওড়া পেঙ্গুইনের পালকের তলে লুকানো দ্যুতিময় চোখ। হেমন্তের নরম রোদের সকাল কিংবা মরুপথে গতিহীন নদী কিংবা কোনো একলা পাখি কুড়িয়ে আনে সমুদ্রের বেলাভূমিতে ঝিনুক কুড়ানোর মতো জীবনের বহুবর্ণিল বেশ কিছু টুকরো। একেকটি টুকরো একেক রকম ফ্লেবারে উদ্ভাসিত। লাগসই শব্দের শাহি মেজাজে প্রতিটি টুকরো যেন পারফিউমের শিশির সুরভিত বুদবুদ। মনিরুস সালেহীনের এই জার্নালে সাধারণ বিষয় উদ্ভাসিত হয়েছে অসাধারণ ঔজ্জ্বল্যে। গল্পে, তথ্যে, বিশ্লেষণে এবং এসবের সরস উপস্থাপনে । তার লেখা সাধারণের কাছে দৃশ্যাতীত বিষয় দৃশ্যমান করে খুলে দেয় মানবিক চোখ। সজোরে কড়া নাড়ে মানবিক বোধের দরজায়। তার লেখার গতিস্পন্দন সহজাত। বোধ রৌদ্রকরোজ্জ্বল, এতটুকু ক্লান্ত করে না। পাহাড়ি ঝরনার মতো সানন্দে নাচে স্ফুর্তি ছড়িয়ে। তার লেখা কেবল পাঠককে বহনই করে না, একটি গন্তব্যে নিয়ে যায়; যেখান থেকে পাঠক লাভ করে পরিতৃপ্তির আস্বাদ। এখানেই তার লেখকসত্তার স্বাতন্ত্র্য ছড়ায় শৈল্পিক বিজয়ের হাসি।